• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালকের পদত্যাগ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ২০:৫৩
ছবি : সংগৃহীত

বৈষম্যের শিকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামাদের দাবির মুখে পদত্যাগ করেছেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মো. রুহুল আমিন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আমি কর্মরত। দেশের পরিবর্তিত পরিস্থিতি চাঁদপুর জেলা হতে আমাকে অন্য যে কোনো স্থানে বদলি করলে আমার কোনোরকম আপত্তি থাকবে না এবং আমি অন্যত্র চলে যেতে ইচ্ছুক। চাঁদপুরের বর্তমান অবস্থা খুবই খারাপ। এমন পরিস্থিতিতে চাঁদপুর হতে আমাকে অন্য যে কোনো নিরাপদ স্থানে বদলি করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। পদত্যাগ পত্র গ্রহণের জন্য মহা পরিচালককে অনুরোধ করেন।

এদিকে উপপরিচালক মো. রুহুল আমিনের পদত্যাগ চেয়ে রোববার দুপুরে বিক্ষোভ করেছেন বৈষম্যের শিকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বৈষম্যের শিকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা তাকে নিয়ে সমালোচনা করেন। এমন অবস্থায় পদত্যাগ করেন রুহুল আমিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৮ রাউন্ড গুলি উদ্ধার
চাঁদপুরে ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত