• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সাভার সেনানিবাসে রক্ষিত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ২২:৪৭
ছবি : আরটিভি

সাভারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন থেকে অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা মালামালের মধ্যে ছিল ১০৮টি অস্ত্র ও ৯৫৩৭ গোলাবারুদ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে মেজর মো. নাজমুস সাদাত সৌম্য এবং মেজর এ আর এম মেহরাব ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেনসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

মেজর এ আর এম মেহরাব জানান, এখন পর্যন্ত সেনা নিবাসে রক্ষিত এবং উদ্ধার করা একটি আর্মড কার, ছয়টি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স, দুটি মাহিন্দ্রা, ৬৬০টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭২৫৪টি বিভিন্ন অস্ত্রের অ্যামোনিশন, রায়োট কন্ট্রোল সরঞ্জামাদি এবং বিপি হেলমেটসহ বিপুল পরিমাণ মালামাল সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা, হাইওয়ে থানা ও যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে রাখা হয় এই ডিভিশনে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস