• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

জামিনে মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১৭:৫২
জামিনে মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন
ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলার মোহাম্মদ লুৎফর রহমান।

মোহাম্মদ লুৎফর রহমান, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেপ্তার মুফতি জসিম উদ্দিন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুতে দায়মুক্তির আওতায় সম্পাদিত সব চুক্তির তথ্য চেয়েছে কমিটি
হিরো আলমের ওপর হামলা, অভিযুক্তদের জামিন
ভুয়াদের চিহ্নিত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম
আরও এক মামলায় কেজরিওয়ালের জামিন