বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ আগস্ট ২০২৪ , ০৬:১১ পিএম


বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : আরটিভি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালি সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে, আমরাও কাজ করছি। বন্যার্তদের সহযোগিতায় বিজিবি, র‌্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। ত্রাণের কোনো সমস্যা হবেনা। সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

বিজ্ঞাপন

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির উদ্যোগে অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission