• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় বন্যাকবলিত পরিবারের মাঝে র‌্যাবের খাদ্যসামগ্রী বিতরণ 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১৮:১৯
কুমিল্লায় বন্যা কবলিত পরিবারের মাঝে র‌্যাবের খাদ্য সামগ্রী বিতরণ 
ছবি : আরটিভি

দিন যত গড়াচ্ছে ক্রমেই কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত ভিড় করছেন পানিবন্দি মানুষ। এসব লোকজনকে খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছেন র‌্যাব সদস্যরা।

সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কালিকাপুর ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্র ও বকশিমুল বালিকা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রের প্রায় ১৫শ’ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কমান্ডার মাহমুদুল হাসান বলেন, র‍্যাব আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। তারই অংশ হিসেবে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও তাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার