• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১৯:৪৭
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রশের সময় তিনটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দিনাজপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল বলেন, দুপুরে দিনাজপুর সীমান্তের ৩৪০-এর ৩ এস পিলার এলাকা দিয়ে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি এবং বিএসএফ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ওই চারজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। পরে তাদের দিনাজপুর ক্যাম্পে আনা হয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতে পারাপারের সময় আটককৃত চারজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে উত্তেজনা বাড়ছে