• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ২০:০১
সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ সাজু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের নেকমরদ এলাকার আজগর আলীর ছেলে ও প্রাণ কোম্পানির মাঠ কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক চিকলী বাজার এলাকা দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে তুলে নিয়ে নির্যাতন, ঢাকায় নেয়ার পথে যুবকের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী