• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ইটনা আওয়ামী লীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ২০:১০
ইটনা আওয়ামী লীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুলসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভোক্তভোগী হারুন মিয়া।

রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হারুন মিয়া মোটরসাইকেল প্রতীকের প্রচারণা শেষে ২৫ মে বাড়িতে ফেরার পথে আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ককটেলসহ অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুলের নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পরে বাদী মুদিরগাঁও বিএনপি অফিসে আশ্রয় নিলে সেখানেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে অফিস ভাঙ্গচুর করে। আসামিদের ভয়ে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি বলে অভিযোগ করেন।

আসামিরা হলেন- ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জয়সিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে যে চারটি বাদাম এবং ড্রাই ফ্রুটস শরীর উষ্ণ রাখবে  
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক
যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি রাজধানীতে গ্রেপ্তার