• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

সৌদি আরব যাওয়ার পথে আ.লীগের দুই নেতা আটক

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ২২:৫৫
সৌদি যাওয়ার পথে আওয়ামী লীগের দুই নেতা আটক
ফাইল ছবি

সৌদি আরব যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। রাত পৌনে ৯টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদের আটক করা হয়। আটককালে দুজনের পরনেই হজের ইহরামের কাপড় ছিল।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া বলেন, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দুজনের বিরুদ্ধে মামলা আছে কি না, সে বিষয়টিও দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল
শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ
আ.লীগের অস্তিত্ব বাংলার জনগণ আর কখনো মেনে নিবে না: মুহাম্মদ শাহজাহান 
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ