• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

শঙ্কামুক্ত মানিক, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ১৩:২৮
শঙ্কামুক্ত মানিক, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা
ছবি : সংগৃহীত

অস্ত্রোপচারের পর অনেকটাই শঙ্কামুক্ত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, মেডিকেল বোর্ড গঠন করে সাবেক এই বিচারপতিকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তিনি শঙ্কামুক্ত।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীও তার স্বাস্থ্যের উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক বিচারপতি মানিক আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। এখন কারা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে জানাবে, তাকে কীভাবে রাখা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ‘পাসপোর্ট ও ভিসা’ ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন শরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৫ আগস্ট রাতে মামলাটি দায়ের করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল থেকে ফের কারাগারে সাবেক বিচারপতি মানিক
আলোচিত সাবেক বিচারপতি নাসিমের চুক্তি বাতিল
সাবেক বিচারপতি মানিককে নেওয়া হতে পারে ঢাকায়
আন্দোলনে গুলিবিদ্ধ ২ ছাত্রের সফল অস্ত্রোপচার সিএমএইচে