• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বন্যার্তদের পাশে হিলির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৮
ছবি : আরটিভি

স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের হিলির উদ্দীপ্ত তরুণ ও তারুণ্য শক্তি নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বিভিন্ন স্কুল-কলেজ, হাট-বাজারসহ রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে সাহায্য তহবিল সংগ্রহ করে। আর এই কাজগুলো করছেন বেশি ভাগ শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তারা তিন লক্ষাধিক টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে বন্যার্তদের কাছে পাঠিয়েছেন।

হিলির উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি মিল্লাত আহমেদ বলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা গত এক সপ্তাহ থেকে হিলির কয়েকটি সংগঠন মিলিত ভাবে কাজ করে যাচ্ছি। গত দুইদিন থেকে হাকিমপুর স্কাউট টিমও কাজ করছে। এখন পর্যন্ত অনেকের নিকট থেকে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এছাড়াও সংগঠনের নেতারা সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
হিলিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময় সভা 
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
৫ হাজার মেট্রিক টন চাল আমদানি, তবুও কমেনি দাম