ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চিকিৎসকের ভুলে শিশুসহ পপি আক্তার (২৬) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কুটি ইউনিয়নের চৌমুহনী বসুন্ধরা হাসপাতাল নামে একটি ডায়ানষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত পপি আক্তার একই ইউনিয়নের রানীয়ারা বিষ্ণুপুর গ্রামের গোলাম নবীর মেয়ে এবং একই উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সুলতান মিয়ার স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শিশু ও প্রসূতির মৃত্যুর খবরে স্বজনরা ও স্থানীয়রা ওই চিকিৎসককে গণপিটুনি দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ছাত্ররা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মেয়ের প্রসব ব্যথা উঠলে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে গেলে পপিকে দ্রুত সিজারের জন্য ওটিতে নিয়ে যায় দায়িত্বরত ভুয়া চিকিৎসক মোবারক হোসেন। কিছুক্ষণ পরে জানায় খিচুনিজনিত কারণে শিশুসহ পপির মৃত্যু হয়েছে। প্রায় একযুগ পর প্রথম সন্তান এসেছিল তার গর্ভে। পরে উপস্থিত ছাত্ররা হাসপাতালটি তালাবদ্ধ করে বন্ধ করে দেন।
মন্তব্য করুন