• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

ভূঞাপুরে পলাশের পরিবারকে আর্থিক সহায়তা দিলো জামায়াত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ১৮:৪৮
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এর আগে পলাশের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা এর আয়োজন করে। দীর্ঘ ১৮ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরে সমাবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ উজ্জতউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা জামায়তের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশের মসজিদ মিশনের টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার দায়িত্ব নিয়েছে ২০ দিন হয়েছে। এরমধ্যে দেশের বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজি শুরু হয়েছে। জামায়াত ইসলাম দুর্নীতি, দখল বাণিজ্য, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরে বিশ্বাসী নয়। কোনো ধরনের অপকর্মের মধ্যে আমাদের জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নেই। বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল বাংলাদেশ জামায়াত ইসলামী।

এর আগে জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৫০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়েছিল, আপনিও পালালেন: জামায়াত আমির
শহীদরা কোনো দলের সম্পদ নয়, দেশের সম্পদ: জামায়াতের আমির
জামায়াত ক্ষমতায় গেলে কিছু চাপিয়ে দেবে না: ডা. তাহের
চাঁদাবাজি-দখলদারিত্ব প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করবে জামায়াত: শফিকুল ইসলাম মাসুদ