ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের রাধানগর বাড়ির ঘাটলার সামনের (রানীর দীঘি) পুকুর থেকে অজ্ঞাতনামা পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালের পৌর শহরের রাধানগর (রানীর দীঘি) পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই অজ্ঞাত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেল রানা।
এর আগে একই দিনে সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের রাধানগর বাড়ির ঘাটলার সামনে (রানীর দীঘি) পুকুরে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উন্মোচন করা যাবে।
মন্তব্য করুন