• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে বাড়েনি পানি, শঙ্কা নেই বন্যার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ১২:৫২
ছবি: আরটিভি

গত কয়েক দিন সামান্য পানি বৃদ্ধি পেলেও মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পায়নি। এমন পরিস্থিতিতে আপতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব বলেন, মঙ্গলবার ভোর ৬টায় যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পানির উচ্চতা ছিল ২০ দশমিক ৫৫ মিটার, মহানন্দায় ১৮ দশমিক ৫১ মিটার ও পুনর্ভবা নদীতে পানি প্রবাহিত হয়েছে ১৮ দশমিক ৫০ মিটারে। তবে বুধবার ভোর ৬টায় এ তিন নদীতে পানি স্থির অবস্থায় ছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পায়নি।

তিনি আরও বলেন, এ তিন নদীর উজানে ভারতীয় অংশেও পানি বৃদ্ধি পায়নি। সবমিলিয়ে আগামী কয়েক দিন এ তিন নদীতে পানি কমা শুরু হতে পারে। আর যদিও বাড়ে তা খুবই সামান্য পরিমানে বাড়বে; যা নদী এরিয়ায় ধারণের সক্ষমতা রয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জে বন্যার কোনো শঙ্কা নেই।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের ‘প্রচেষ্টা’ দিচ্ছে ১০ টাকায় নতুন জামাকাপড়
বন্যার ক্ষতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: উপদেষ্টা হাসান আরিফ
বৃষ্টি ও বন্যা নিয়ে সবশেষ যা জানা গেল
চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম