• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

মোবাইল চুরির অপবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ১৩:১৮
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইলফোন চুরির অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ আগস্ট) সকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম হেবজু মিয়া (৬০)। তিনি ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহ আলমের ঘর থেকে মঙ্গলবার একটি মোবাইলফোন চুরি হয়। চুরির ঘটনায় তারা প্রতিবেশি হেবজু মিয়াকে সন্দেহ করে। বিষয়টি জানাজানি হলে রাতে প্রতিবেশি রোমান মিয়ার বাড়িতে উভয়পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় তন্তরবাজার মাতৃসদন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বলেন, রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল পূর্বক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয়-স্বজনদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সমাবেশে নেতাকর্মীদের নগদ টাকা ও মোবাইল চুরি
জামালপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ  
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড
আখাউড়ায় ভারতীয় কাপড়সহ আটক ৩