• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

চসিকের সেই হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ২২:৩১
ছবি : সংগৃহীত

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তা মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

এ ছাড়া অভিযোগের বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে হিসাব রক্ষক কর্মকর্তা মাসুদুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় তিনি ঠিকাদারদের কাছ থেকে নগদে ঘুষ নিচ্ছেন।

অভিযোগ রয়েছে চসিকে কর্মরত ঠিকাদাররা বিল পাস করাতে গেলে ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ ঘুষ দিতে হয়। বিল কম হলে ৫০০ টাকা এবং বেশি হলে ৫০০০ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ পেলেই তিনি চেক ডেলিভারি করেন। অন্যথায় চেকের জন্য ঘুরতে হয় ঠিকাদারদের। আর এই ঘুষ তিনি নিজের চেয়ারে বসেই গ্রহণ করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেট্রোবাংলার অফিস ভাঙচুর: সাময়িক বরখাস্ত চার কর্মকর্তাসহ ৫ জন
চসিকের ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত
বিটিআরসির ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত