• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

গৃহবধূর মরদেহ পৌঁছে দিতে এসে স্বামী-শাশুড়ি আটক

আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ২৩:৩৮
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবিকুন্নাহার পপি (৩০) নামে এক গৃহবধূর মরদেহ বাবার বাড়িতে পৌঁছে দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন স্বামী ও শাশুড়ি।

বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে ভাড়া বাসায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।

আটককৃতরা হলেন- নিহত পপির স্বামী রায়হান পারভেজ (৩২) ও শাশুড়ি আবেদা খাতুন (৫৫)। তাদের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে।

মারা যাওয়া পপি শংকরপাশা গ্রামের হাবিবুর শিকদারের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রায়হান পারভেজ শ্যালক সোহাগকে ফোন করে জানান, পপি জ্ঞান হারিয়েছে। খবর পেয়ে সোহাগ ঢাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ পর খবর আসে পপি মারা গেছেন। মরদেহ নিয়ে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন কাশিয়ানীর উদ্দেশ্যে রওনা হন। দুপুর ২টার দিকে পপির মরদেহ নিয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন কাশিয়ানীর শংকরপাশায় এসে পৌঁছান। চলে মরদেহ দাফন-কাফনের প্রস্তুতি। সে সময় পপির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। সন্দেহ হলে তারা রায়হান ও তার মা আবেদা খাতুনকে আটক করেন। আজ বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পপির স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

পপির মা রিজিয়া বেগম বলেন, দেড় বছর আগে রায়হান ও পপির পারিবারিকভাবে বিয়ে হয়। রায়হান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে তারা টাঙ্গাইলের মির্জাপুরে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার জন্য পপিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পপিকে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে রায়হান ও তার পরিবারের লোকজন। মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, মারা যাওয়া নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। মামলা ঘটনাস্থল সংশ্লিষ্ট থানায় হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
হত্যা মামলায় গোপালগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে জাল টাকাসহ আটক ২