• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বাঁশি বাজানো নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্যা 

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ০৪:৫৭
বাঁশি বাজানো নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্যা 
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশি বাজানো ও এতে বাঁধা দেওয়া নিয়ে বিরোধের জের ধরে শিপন মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ আগস্ট) রাত ৯টায় নবীগঞ্জের পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

নিহত শিপন মিয়া ওই গ্রামে হুঁশিয়ার আলীর ছেলে। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রুবেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

এ বিষয়ে ওসি মো. মাসুক আলী বলেন, শিপন মিয়া কয়েকদিন আগে রুবেলদের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছিলেন। এতে রুবেল বাধা দিলে দুজনের ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায়ও দুজনের মারামারি হয়। বুধবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল ও তার লোকজন শিপনকে পিটিয়ে আহত করে। এ অবস্থায় শিপনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিপন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, শিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
হবিগঞ্জে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার