• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

কুমিল্লায় গোমতী নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১০:১১
ছবি: সংগৃহীত

কুমিল্লায় গোমতী নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে এখনও লোকালয়ে প্রবেশ করেছে পানি। ফলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমছে না।

এ ছাড়া বন্যাকবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে, তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকে এখনও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন স্বেচ্ছাসেবীরা।

সরকারি হিসেবে জেলার ১৪ উপজেলার ১০ লাখ ৬১ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। পানিবন্দি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য মোট ৭২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এ ছাড়াও, কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে অন্তত ৭টি উপজেলায়। অতি দুর্ভোগে দিন কাটছে তাদের।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবন নির্মাণকাজ শেষ না করে বিল তুলে পালিয়েছেন সাবেক এমপি
মাঝনদীতে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল, অতঃপর...
সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি, হুঁশিয়ারি সংকেত
বারহাট্টার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে