• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১৪:১৫
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের পারুল মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাংলাবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজোয়ান আহমদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সরকারি খাস জায়গা নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রফিনগর গ্রামের কৃষক পারুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

আহতদের দিরাই ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে