দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের পারুল মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাংলাবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজোয়ান আহমদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সরকারি খাস জায়গা নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রফিনগর গ্রামের কৃষক পারুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের দিরাই ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য করুন