নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে ইব্রাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মালদহ গ্রামের গোলাম মোস্তফা হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম তাওহীদ।
তিনি বলেন, দুপুরের বাড়ি থেকে সারের বস্তা নিয়ে জমিতে ছিটানোর জন্য যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। জমিতে যাওয়ার পথে মাঠের মাঝখানে হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
মন্তব্য করুন