• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

যাত্রীবাহী বাসে মিলল ১৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ২০:০৫
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জীবননগর ফুল বাজারের সামনে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে বিশেষ তথ্যের ভিত্তিতে জীবননগর ফুলের মার্কেটের সামনে সড়কের ওপর পৃথক স্থানে অবস্থান নেয় বিজিবি। এসময় যশোর থেকে দর্শনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। পরে বাসের ভিতর পেছনের ডান দিকে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়-বৃষ্টিতে নাকাল চুয়াডাঙ্গা
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ
জেলা রেজিস্ট্রার ও দামুড়হুদা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক