• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সিলেট ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা গ্রেপ্তার 

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ২২:১৯
ছবি : সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

ওসি মো. আনিসুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে বিমানবন্দর থানা হস্তান্তর করে।

ওসি আরও বলেন, বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাদী হয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি মিছিলে হামলার অভিযোগে ২৩ আগস্ট বড়লেখা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হিসেবে সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে ছালেহ আহমদ এবং যুবলীগ নেতা জালাল আহমদের নাম উল্লেখ আছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য এনামুল গ্রেপ্তার
সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার