রংপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির নামে মামলা
রংপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক আইজিপি, পুলিশের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে।
বৃস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে এ মামলা করেন জিমের বাবা রবিউল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি লেগে জিম নামের ওই শিক্ষার্থীর দুই চোখ নষ্ট হওয়ার ঘটনায় মামলা করেন তিনি।
আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আলাউদ্দিন বিষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর নগরীর সিটি পাক মাকেটের সামনে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় পুলিশ এলোপাথাড়ি গুলি করে। এসময় জিম নামের এক শিক্ষার্থীর চোখে গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে তার চোখ নষ্ট হওযার কথা জানান চিকিৎসক। এই ঘটনায় প্রায় দেড় মাস পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪৬ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে দেড়শতাধিক।
মন্তব্য করুন