হিলি দিয়ে যাত্রী পারাপার বেড়েছে, সতর্ক অবস্থানে বিজিবি
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত দুই সপ্তাহ থেকে পাসপোর্ট যাত্রী পারাপার বেড়েছে। তবে গত ৫ আগস্ট থেকে এক সপ্তাহ যাত্রী পারাপার কম ছিল। বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করছেন।
শুক্রবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম। অন্যদিকে কেউ যেন অবৈধ পথে ভারতে প্রবেশ না করতে পারে সেই জন্য কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন পাসপোর্ট যাত্রী পারাপার করছেন। আমরা সতর্কতার সঙ্গে সকল প্রকার কাগজ যাচাই পূর্বক ভ্রমণে সহযোগিতা করছি। চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে যাত্রীর সংখ্যা কম ছিল। সেই সময় প্রতিদিন ৫০ থেকে ৬০ জন যাত্রী পারাপার করছে। সেই তুলনায় বর্তমানে কিছুটা যাত্রী সংখ্যা বেড়েছে। বর্তমান সময়ে কেউ যেন তথ্য গোপন করে ভারতে পালাতে না পারে সেই লক্ষ্যে ইমিগ্রেশন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা পাসপোর্ট যাত্রী ব্যতীত কাউকে ইমিগ্রেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না।
এদিকে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায় লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বর্তমান পরিস্থিতে সীমান্তে অবৈধ, চোরাচালান থেকে শুরু করে যেকোনো সীমান্তে অপরাধসূমহ এবং যাতে কেউ বাংলাদেশ থেকে অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে পাশ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করতে না পারে এই বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। হিলি আইসিপিতেও পাসপোর্ট যাত্রী যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও আমরা যথাযত ভাবে নজরদারিতে রেখেছি। আমরা আশা করছি বর্তমানে যেভাবে আমাদের বিওপিগুলো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে আগামীতেও এমন ভাবে তারা দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন