• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

১৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নদীতে নিখোঁজ দুই কিশোর

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৪:৫৮
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই কিশোর ১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তারা।

নিখোঁজ দুই কিশোর হলো- পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো. শফিকের ছেলে মো. নয়ন (১৩) এবং পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে মো. বাদশা (১৬)।

নিখোঁজ নয়নের বাবা মো. শফিক জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার সহপাঠীদের সঙ্গে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় তার ছেলে। ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে অনেক খোঁজাখুজি করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরি ইউনিটের সাব-অফিসার মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে নদীর বিভিন্ন পয়েন্টে এখনও অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে নিখোঁজ সংবাদ, তদন্তকালে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের মরদেহ মিলল আড়িয়াল খাঁ নদে
নিখোঁজ মাকে হন্যে হয়ে খুঁজছে সন্তানরা
চলন্ত ফেরি থেকে লাফ দিয়ে অজ্ঞাত নারী যাত্রী নিখোঁজ