• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৫:৩৫
ছবি : আরটিভি

ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে নগরীর সি কে ঘোষ রোডে র‍্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় র‍্যালি ও মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি এড. নূরুল হক বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকার ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘায়ত করতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতাবলম্বী ব্যক্তিদের গুম করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন শীঘ্রই গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এমনটি দাবি করেন তিনি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. রেজাউল করিম চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল, সাজ্জাতুল ইসলাম, মনির হোসেন, মানবাধিকার কর্মী মো. গোলাম সারোয়ার, আমিনুল ইসলাম, মুকিমুজ্জামান তালুকদার, আব্দুল গাফফার, দেলায়ার হোসেন রাজীব, বাকিউল ইসলামসহ প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটিকাটা বন্ধে মানববন্ধন 
বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...