• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

মুরাদনগরে কিশোরীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৫:৪৪
ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে রাবেয়া আক্তার (১৬) নামের এক কিশোরীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে উপজেলা সদরের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের প্রবাসী জাকির হোসেন ওরফে এরশাদের মেয়ে।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, আমার মেয়ে আমাদের সঙ্গে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় রাবেয়ার পড়ে আছে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের বাড়িতে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তৈমূরের ভাই হত্যা: ২২ বছর পর খালাস সব আসামি
আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল