• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের পাশে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৭:৪৬
মৌলভীবাজারে বন্যার্ত মানুষের পাশে বিজিবি
ছবি : আরটিভি

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুনার হাওর অঞ্চলের বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা। বন্যার শুরু থেকেই জেলাজুড়ে এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিপি।

শুক্রবার (৩০ আগস্ট) এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল ইয়াসীন চৌধুরী, বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।

৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, ‘বর্ডার গার্ড বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বানভাসি মানুষের উদ্ধার করার কাজ করছি৷ পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি।’

এর আগে কয়েক হাজার বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন তারা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌলভীবাজার থেকে ঢাকার সিটি কাউন্সিলর গ্রেপ্তার
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক
জনবল নিয়োগ দেবে বিজিবি, আবেদন ফি ১০০ টাকা