• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের পাশে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ১৭:৪৬
মৌলভীবাজারে বন্যার্ত মানুষের পাশে বিজিবি
ছবি : আরটিভি

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুনার হাওর অঞ্চলের বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা। বন্যার শুরু থেকেই জেলাজুড়ে এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিপি।

শুক্রবার (৩০ আগস্ট) এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল ইয়াসীন চৌধুরী, বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।

৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, ‘বর্ডার গার্ড বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বানভাসি মানুষের উদ্ধার করার কাজ করছি৷ পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি।’

এর আগে কয়েক হাজার বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা