• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২০:৫১
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী মারা গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

মৃতরা হলেন ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে কাশেদ আলী (৪৫) ও তার স্ত্রী আলেমা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের হারিয়ার বিলে নিজেদের কৃষি জমির পরিচর্যা করতে যান ওই দম্পতি। তীব্র রোদ থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য জমির পাশে মেশিন ঘরে প্রবেশ করেন। ওখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাহ আলম বলেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ‘অভিযোগ না থাকায় স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে বাস ও অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চান না নুসরাত
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও