• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সাবেক বিচারপতি মানিককে নেওয়া হতে পারে ঢাকায়

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২১:০১
সাবেক বিচারপতি মানিককে নেওয়া হতে পারে ঢাকায়
ছবি : সংগৃহীত

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মেডিকেল বোর্ডের ছাড়পত্র পেলে তাকে ঢাকার আদাবর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে আদালতে হাজির করা হতে পারে বলে জানা যায়।

শুক্রবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ‘সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। সেজন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে আইসিইউ থেকে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হবে।’

তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতির দিকে। তবে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ঢাকার আদাবর থানায় পোশাকশ্রমিক হত্যার ঘটনার মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন তাকে আদালতে হাজির করা হতে পারে। তবে এটি মেডিকেল বোর্ডের ছাড়পত্র আর তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, আদালতে যা বললেন মানিক
হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো সাবেক বিচারপতি মানিককে
সাবেক বিচারপতি মানিকের জামিন
হাসপাতাল থেকে ফের কারাগারে সাবেক বিচারপতি মানিক