• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

টাঙ্গাইলে গোসলে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল হেলপারের 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২২:০২
টাঙ্গাইলে গোসলে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল বাস হেলপারের 
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসলে করতে নেমে সোলেমান (১৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

সোলেমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

সহকর্মীরা জানান, বাস হেলপার সোলেমান শুক্রবার বিকেলে ঢাকা থেকে ফিরে সহকর্মীদের সঙ্গে ভূঞাপুর উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করতে না পেরে ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তারা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাদেমুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামড় খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে সাপুড়ে
চার বছরে ১৬০০ জনকে বিনামূল্যে রক্ত দিয়েছে ভূঞাপুর ব্লাড ব্যাংক
সিলিং ফ্যানে ঝুলছিল দাখিল পরীক্ষার্থীর মরদেহ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা