• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

১৪ তলার রডে ঝুলছিলেন যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২২:০৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারের ১৪ তলার একটি ভবন থেকে আত্মহত্যার চেষ্টা চালায় এক যুবক। কিন্তু ওই সময় মৃত্যু ভয়ে আর লাফ দিতে পারেনি তিনি। পরে প্রাণ রক্ষায় রড ধরে ঝুলে ছিলেন সেই যুবক। তার এমন দৃশ্য দেখে উপস্থিত সাধারণ মানুষ ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কারওয়ানবাজারের নর্দার্ন টাওয়ারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম।

রোজিনা খানম বলেন, সন্ধা ৬ টা ৫২ মিনিটে আমাদের কাছে খবর আসে একজন যুবক ১৪ তলা ভবনে ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ী নিয়ে দ্রুত সেখানে ছুটে যান। এরপর তারা প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে ৭টা ৪০ মিনিটে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, ওই যুবক ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলে ছিলেন। ভাগ্যিস পড়ে যাননি। তবে তাকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তার জ্ঞান ফেরেনি বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক ভবনটিতে আত্মহত্যার করতে ওঠেছিলেন। কিন্তু পরে ভয়ে আর লাফ দিতে পারেননি। পরে ভবনটির ১৪ তলার রড ধরে ঝুলছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুমার শানু
স্বামীকে ধূমপানে বাধা, নববধূর আত্মহত্যা
সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার আত্মহত্যা 
বেতনের টাকা কাটছিল ঋণদান প্রতিষ্ঠান, কর্মীর আত্মহত্যা