• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

পাকুন্দিয়ায় ডোবায় পড়ে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২২:০৯
পাকুন্দিয়ায় ডোবায় পড়ে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবায় পড়ে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চরতেরটেকিয়া এলাকার মাধুয়া ডোবায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফরাদী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান।

নিহতরা হলো, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) ও চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে তামহীদ (১০)।

তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুই শিশু। খেলা শেষে মাধুয়া ডোবায় যায় তারা। এ সময় ডোবা থেকে শাপলা তুলতে পানিতে নামে তিনজন। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। সেটি দেখে পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে চরফরাদী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘দুই মাদরাসার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
রংপুরে দেয়াল চাপায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
মাদরাসা শিক্ষার্থী হত্যা: হাটহাজারীতে পুলিশের বিরুদ্ধে মামলা
মাদরাসা শিক্ষার্থী হত্যা, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা