• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নৌবাহিনীর উপস্থিতিতে খোলা হলো নিঝুমদ্বীপের বন্ধ থাকা দোকান 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২৪, ২৩:৫২
নৌবাহিনীর উপস্থিতিতে খোলা হলো নিঝুমদ্বীপের বন্ধ থাকা দোকান 
ছবি : আরটিভি

শেখ হাসিনা সরকার পতনের পর নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভখণ্ড থেকে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ ইউনিয়নে কয়েকটি দোকান ঘর বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। নৌবাহিনীর উপস্থিতিতে সে সকল দোকানগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে নৌবাহিনীর উপস্থিতিতে বন্ধ দোকানগুলো খোলেন দোকান মালিকরা।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নামার বাজারের দোকান মালিকরা ভয়ে তাদের দোকান বন্ধ রাখেন এবং কিছু দোকান কয়েকজন প্রভাবশালী প্রতিপক্ষ বন্ধ করে দেন। এ বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন নৌবাহিনীর কাছে অভিযোগ জমা হতে থাকে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নিঝুমদ্বীপ নামার বাজারে নৌবাহিনীর সদস্যরা পরিদর্শনে আসেন। এ সময় তাদের উপস্থিতিতে বন্ধ থাকা দোকানগুলো খুলে দিতে সহযোগিতা করেন তারা।

সেই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর সদস্যরা, হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা অভিযান পরিচালনা করে আসছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। দ্বীপের শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু
এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করলো নৌবাহিনী