• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৫:১৫
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছবি : সংগৃহীত

যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজার এলাকায় শাকিল আহম্মেদ (২৩) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

শাকিল আহম্মেদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদাগ্রামের আব্দুল হামিদের ছেলে।

নিহতের বড়ভাই মামুনুর রশিদ জানান, রাত ১০টার পর শাকিল নিজ মোটরসাইকেলে করে যশোর শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাকিল। সাড়ে ১০টার দিকে তারা জানতে পারেন তার ভাই শাকিল আহম্মেদ সড়ক দুর্ঘটনায় বারীনগর বাজারে নিহত হয়েছেন।

তিনি আরও জানান, কী গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না। পরিবার ও এলাকাবাসীর ধারণা, কোন ট্রাক বা পরিবহন তাকে চাপা দিয়ে চলে গেছে।

এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার