• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক রেলমন্ত্রীসহ ৫২ জনের নামে মামলা

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৬:৩০
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় এ মামলা করেন। এতে আসামি হিসেবে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড বাজারের ফরিদ হাসান আশিকের সামনে ছাত্রদলের আনন্দ মিছিলে হামলা চালানো হয়। এ সময় ফরিদ হাসান আশিক দোকানের মধ্যে আশ্রয় নিলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

মামলার আসামিরা হলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মিজানুর রহমান মিরন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান, মো. নাজমুল আলম রাজু, বাবুল মণ্ডল, রোহান শেখ, সজিব মণ্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান ওরফে কামরুল শেখ, উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তৌফিক খান সাদিদ, মুন্না শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ মন্টু, আবির শেখ, মাহমুদ মিয়া, মো. ফারুক মিয়া, ইকরাম মোল্যা, জাহিদুল শেখ, আব্দুল লতিফ রতন, তানভীর খান, সুশান্ত বৈরাগী, ইউপি সদস্য আলমগীর মিয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, রনি শেখ, রানা শেখ, রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আবু তারেক বাবুল শেখ, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, মো. কবির শেখ, জাহিদ মণ্ডল, টিটু শেখ, ইজাজুল ইসলাম, মো. কালাম, দাউদ মোল্যা, আব্দুল্লাহ তুষার, মো. নসরু, খালিদ রাহাদ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া মোড়ল, রহিম শিকদার, সেলিম শেখ, ইউপি সদস্য শুকুর খান, টিটুল শেখ, ইউপি সদস্য আরব আলী শেখ, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা ও জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার মামলাটি রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
৫ আগস্ট পরবর্তী মামলাগুলো যথাযথ তদন্ত করতে হবে: আইজিপি 
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
ট্রাম্পের ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত