কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩১ আগস্ট ২০২৪ , ০৪:৫৪ পিএম


কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় 
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় দলটির ফয়লা রোডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি। 

মতবিনিময়কালে বিএনপি নেতা হামিদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতায় জড়িত হলে ছাড় দেওয়া হবে না। আপনারা ভীতিহীন ভাবে সঠিক সংবাদ পরিবেশন করবেন। যেকোন সমস্যায় আপনাদের পাশে আমি দাঁড়াবো।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত সংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজাদ রহমান, দৈনিক সমকাল পত্রিকার জামির হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোলাম রসুল, কালের কণ্ঠ পত্রিকার নয়ন খন্দকার, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, মোহনা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনধি সোহেল আহম্মেদ, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টুসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission