• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রেললাইনে ফাঁটল, লাল ওড়না দেখিয়ে ট্রেন থামালেন নারীরা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৭:২১
রেললাইনে ফাঁটল, লাল ওড়না দেখিয়ে ট্রেন থামালেন নারীরা
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি।

শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আজিমনগর-আব্দুলপুর বল্ব সেকশনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাঁটল দেখে লাল ওড়না উড়িয়ে দেন স্থানীয় নারীরা। তা দেখে ট্রেনটি থেমে যায়।

এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজিমনগর রেওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান।

জানা যায়, সকালে আজিমনগর-আব্দুলপুর সেকসনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয় কয়েকজন নারী। এ সময় ওই লাইনে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে তারা লাল ওড়না উড়িয়ে দেন। দূর থেকে লাল কাপড় ওড়তে দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন।

এ বিষয়ে স্টেশন মাস্টার আবু রায়হান বলেন, ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
গাজীপুরের রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ 
রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...