বন্যাদুর্গতদের পাশে কালিয়াপুর বাজার যুব সংঘ
সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা সংগঠন কালিয়াপুর বাজার যুব সংঘ যেকোনো দুর্যোগ মোকাবিলায় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সংগঠনটি কুমিল্লার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় অন্তত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কালিয়াপুর বাজার যুব সংঘের পক্ষ থেকে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে এ ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম চালানো হয়।
এর মধ্যে শ্রীয়াং, কালিয়াপুর, শমসেরপুর ও হাজিপুরা এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি পিয়াজ।
দিনব্যাপী ত্রাণ বিতরণ কাজে নেতৃত্ব দেন সংঘটনের সভাপতি প্রফেসর শাহজাহান, হাফেজ মাওলানা আলাউদ্দিন, জনাব সায়েদ খোকন, ভেন্ডর মো. আলমগীর, মো. মিজান এবং সৌদি প্রবাসী জাহাঙ্গীর।
উপস্থিত সংগঠনের নেতারা আগামীতেও যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন