• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বাংলাবান্ধা স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ২১:৩২
ছবি: আরটিভি

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে বন্দরের সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় গ্রুপের সদস্যদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

এ সময় তিন মাসের জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন বন্দরের ব্যবসায়ী মো. রাশেদ আলী সরকার, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মোতালেব, মো. সোহেল রানা মানিক (প্রধান), মো. হারুন অর রশিদ বাবু, মো. মোজাফফর হোসেন, অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, মো. ঈদ্রিস আলী, মো. রুবেল আলী, মো. আব্দুল লতিফ ও মো. আনসার আলী।

আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, বাংলাদেশের অপার সম্ভাবনার স্থলবন্দর হচ্ছে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট। এ স্থলবন্দরে ব্যবসায়ীদের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ গঠন তার মূল লক্ষ্য।

সেই সঙ্গে সরকার ও দেশের উন্নয়নের স্বার্থে আইন অনুযায়ী সব সদস্যকে ভ্যাট দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে আমদানি-রপ্তানি ট্রাক মালিক গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ
জন্মাষ্টমীতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা