• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯
অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়ন খালেকের দোকান এলাকায় স্থানীয় জনগণ গাছের সঙ্গে ফাঁস লাগানো একটি মরদেহ দেখতে পান। পরে তারা লোহাগাড়া পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, একটি বাদাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান তারা। বয়স আনুমানিক ৩৫ বছরের মতো হবে। গায়ে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি পড়া ছিল।

এলাকাবাসী বলেন, কখনো তাকে এর আগে এই এলাকায় দেখিনি।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তল্লাশিকালে পুলিশ সদস্যদের মারধর 
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার