• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২০
মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 
ছবি : সংগৃহীত

মেহেরপুরের ওলিনগর নামক স্থানে দ্রুত গতির একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান হোসেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

দিন দশেক আগে গরু বিক্রি করে নতুন একটি পালসার মোটরসাইকেল কিনেছিলেন নোমান।

জানা যায়, সকাল ১০টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছালে সে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের ওপরে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রুবেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে ৮ জন 
মেহেরপুরে সবজির বাজারে দরপতন, বিপাকে চাষিরা
মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৬ লাখ টাকা চুরি
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত