কিশোরগঞ্জে পাপনসহ ১১৭ জনের নামে মামলা
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ আদালতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন ভৈরবের লক্ষ্মীপুর এলাকার জাহের মিয়া জাহানের ছেলে ভুক্তভোগী মামুন মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। এসময় বাদী তার গ্রামে অবস্থিত মিন্টু মিয়ার পাম্পে ট্রাকের তেল আনার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে শহিদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে পৌঁছামাত্র আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে নাজমুল হাসান পাপনের নির্দেশে কুপিয়ে গুরুতর জখম করেন।
বাদীর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বাদীর আইনজীবী স্বপন কুমার সরকার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভৈরব থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন