• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কিশোরগঞ্জে পাপনসহ ১১৭ জনের নামে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮
ছবি : সংগৃহীত

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ আদালতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করেন ভৈরবের লক্ষ্মীপুর এলাকার জাহের মিয়া জাহানের ছেলে ভুক্তভোগী মামুন মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। এসময় বাদী তার গ্রামে অবস্থিত মিন্টু মিয়ার পাম্পে ট্রাকের তেল আনার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে শহিদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে পৌঁছামাত্র আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে নাজমুল হাসান পাপনের নির্দেশে কুপিয়ে গুরুতর জখম করেন।

বাদীর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বাদীর আইনজীবী স্বপন কুমার সরকার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভৈরব থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় ১৪ মামলার আসামী গ্রেপ্তার
অস্ত্র মামলায় রিমান্ডে ‘ছাগলকাণ্ডের’ আলোচিত সেই মতিউর, স্ত্রী কারাগারে
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ জনের নামে মামলার নির্দেশ