কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে পালন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের দাদামোড় রেলঘুন্টি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসভিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি নেতা ওমর ফারুক, জেলা বিএনপির সহসভাপতি, আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, জেলার পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপির অপর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুরুপ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এ সময় বক্তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সব শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন।
মন্তব্য করুন