বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪ , ১১:০৩ পিএম


বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে: প্রিন্স
ছবি : আরটিভি

বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে, এ জন্যই আকস্মিক বন্যার কারণে বিএনপি স্বৈরাচারমুক্ত দেশে তার প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত সব আয়োজন বাতিল করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞাপন

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভয়াবহ বন্যার কারণে বিএনপি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করে এক দিনের অনাড়ম্বর কর্মসূচি পালন করছে। সম্প্রতি বন্যায় নিহত, ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং আন্দোলনে হতাহতসহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বন্যার্ত মানুষের সাহায্যে বিভিন্ন ব্যক্তি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাতে নগদ অর্থ প্রদান করেন। 

বিজ্ঞাপন

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর কৃষক দলের আহ্বায়ক মাইনুদ্দিন বাবুল,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জা মান , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission