• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২১
ছবি : আরটিভি

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বমাইজচরা গ্রামের তার নিজবাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায়। ওই সময় তার বাড়ি দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল ও প্রায় ২০ থেকে ২৫টি দেশীয় অস্ত্র দা, রামদা, কুড়াল, চাপাতি উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমার আটক
নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত