হিলিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
নেতারা জানিয়েছেন, বন্যায় অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছেন।
দোয়া ও মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিন্নুর রহমান সজলসহ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন