টাঙ্গাইলে জেলা আ.লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনের নামে মামলা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরে গুলিবিদ্ধ হয়ে আহত লাল মিয়া রোববার সদর থানায় এ মামলা দায়ের করেন।
সোমবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান খান ফারুক (৮৪) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য।
ওসি লোকমান হোসেন বলেন, মামলায় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণী অনুযায়ী, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা শহরে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে একজন হচ্ছেন লাল মিয়া। তিনিই বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
মন্তব্য করুন